Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ ইমাম হোসেন , প্যানেল চেয়ারম্যান, মোবাইল- +880 1741-262293 অথব  মোঃ মাসুদ-উর-রহমান, ইউপি সচিব, মোবাইল- +880 1712-300268,  অথবা মেহেদী হাসান রিফাত, উদ্যোক্তা, মোবাইল: - 01739695790  ই-মেল: ofmehedi17@gmail.com , অথবা জান্নাতুল ফেরদাউস স্মৃতি, উদ্যোক্তা, মোবাইল: - 01734160610  ই-মেল: jannatkutubpurudc@gmail.com , ধন্যবাদ... 



জন্ম নিবন্ধন

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পে সবাইকে স্বাগতম

   ১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারী করে। কালের পরিক্রমায় ১১৮ বৎসরে ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্ত্বেও দেশের তাবৎ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় না আসায় ২০০১-২০০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশ এর সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের ২৮টি জেলায় ও ৪টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুনভাবে আরম্ভ হয়। এরই ধারাবাহিকতায় ১৮৭৩ সালের আইন রদ ও রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রবর্তন করে। আইনটি ২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয়। ২০০১-২০০৬ সালের পাইলট প্রকল্পের শেষে প্রকল্পটি জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প (২য় পর্যায়) নামে ২০০৭ সালে আরম্ভ হয়ে জুন ২০১২ সালে শেষ হয়। বর্তমানে প্রকল্পটির ৩য় পর্যায়ের কার্যক্রম জুলাই ২০১২ থেকে শুরু হয়ে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত চলবে। প্রকল্পটির আর্থিক সহায়তাকারী সংস্থা ইউনিসেফ-বাংলাদেশ। প্রকল্পটির বিপরীতে মোট বরাদ্দ ১৮০০.০০ লক্ষ টাকা; তন্মধ্যে বাংলাদেশ সরকারের অংশ ১১০০.০০ লক্ষ টাকা (জন্ম নিবন্ধক কার্যালয়সমূহের আদায়কৃত জন্ম নিবন্ধন ফিস হতে ১০০০ লক্ষ টাকা ম্যানুয়াল বই হতে অনলাইনে এন্ট্রির ব্যয় নির্বাহসহ) ও প্রকল্প সাহায্য ৭০০.০০ লক্ষ টাকা। সারাদেশে ১৫কোটির অধিক লোকের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও ৩৬টি দূতাবাসে বর্তমানে অনলাইন জন্ম নিবন্ধনের কাজ চলছে। Real Time BR Data লিঙ্ক-এ যেয়ে দেশের তাৎক্ষণিক অনলাইন জন্ম নিবন্ধনের সংখ্যা দেখা যাবে।

***ইউপি সচিব, উদ্যোক্তা এবং অন্যান্য BRIS Software ব্যবহারকারীরা পাসওয়ার্ডের মেয়াদ বৃদ্ধি এবং নতুন User Id সংক্রান্ত যে কোন তথ্যর জন্য নিজ নিজ উপপরিচালক স্থানীয় সরকার (DDLG) ও উপজেলা নির্বাহী অফিসার(UNO) -এর সাথে যোগাযোগ করুন।

*** জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিসের হার (১-৭-২০১৩ হতে কার্যকর)

বিষয়

ফিসের হার

Recent Notice
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায়সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়

পুরাতন জন্ম নিবন্ধন সনদ অনলাইনভুক্তি ও সনদ প্রদানের ক্ষেত্রে ফি গ্রহণ না করা সংক্রান্ত পত্র (New)

প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী ভর্তিকালে বয়স পরিবর্তনে নিষেধাজ্ঞা সংক্রান্ত পত্র (New)

অনলাইনে পুরাতন জন্ম নিবন্ধন ডাটা এন্ট্রি ২(দুই) টাকা হারে পারিশ্রমিক

ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্ম নিবন্ধন সফটওয়্যার ব্যহারকারীদের পাসওয়ার্ড মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত পত্র

প্রতিবন্ধীদের জন্ম নিবন্ধন ফি মওকুফ সংক্রান্ত পত্র

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ (সর্বশেষ সংশোধিত সহ)

জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসরের মধ্যে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে
  
শূন্য
  
শূন্য
জন্ম বা মৃত্যুর তারিখ হতে দুই বৎসর পর জন্ম বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বৎসরের জন্য
  
৫.০০ টাকা হারে
  
১০.০০ টাকা হারে
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ
  
শূন্য
  
শূন্য
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ
  
২৫.০০ টাকা
  
২৫.০০ টাকা
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং ক্ষেত্রমত,নিবন্ধনবহি সংশোধন
  
১০.০০ টাকা
  
১০.০০ টাকা

**দূতাবাসসমূহে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে ৫.০০ মার্কিন ডলার, তথ্য সংশোধনের জন্য ২০.০০ মার্কিন ডলার ও জন্ম বা মৃত্যু সনদের দ্বি-নকল কপির জন্য ১০.০০ মার্কিন ডলার ফিস আদায়ের বিধান আছে।
**রসিদ ছাড়া নির্ধারিত কোন ফিস আদায় করা যাবে না।

সূত্র: ইউনিয়ন পরিষদের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬১-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

পৌরসভার জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬২-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

সিটি কর্পোরেশনের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সিটি কর্পোরেশন) বিধিমালা২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৩-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯।

ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ক্যান্টনমেন্ট বোর্ড) বিধিমালা২০০৬ এর সংশোধিত এস,আর,ও নং ৬৪-আইন/২০০৯ তারিখ: এপ্রিল ১৯, ২০০৯

দূতাবাসের জন্য- জন্ম ও মৃত্যু নিবন্ধন (দূতাবাস) বিধিমালা, ২০০৬       

আরো তথ্য জানতে ক্লিক করুন