Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ ইমাম হোসেন , প্যানেল চেয়ারম্যান, মোবাইল- +880 1741-262293 অথব  মোঃ মাসুদ-উর-রহমান, ইউপি সচিব, মোবাইল- +880 1712-300268,  অথবা মেহেদী হাসান রিফাত, উদ্যোক্তা, মোবাইল: - 01739695790  ই-মেল: ofmehedi17@gmail.com , অথবা জান্নাতুল ফেরদাউস স্মৃতি, উদ্যোক্তা, মোবাইল: - 01734160610  ই-মেল: jannatkutubpurudc@gmail.com , ধন্যবাদ... 



মামলার আবেদন

 

গ্রাম আদালতে মামলা দায়ের

১। আবেদন পত্রটি লিখিতভাবে দাখিল করতে হবে।
২। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।
৩। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৪। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
৫। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।
৬। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।
৭। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
৮। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
৯। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
১০। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
১১। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।
১২। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)